মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে।একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?ও বন্ধু….
ভুপেন হাজারীর এই বিখ্যাত গান মানুষকে বাচার আশা জাগায়..
বলছিলাম চিকন রক্তনালী,হৃদযন্ত্রে ফুটো ও ডান দিকের হৃদযন্ত্র বাম দিকে,সেটাও আবার উল্টো দিকে বাঁকা নিয়েই জন্ম নেয়া ফুটফুটে শিশু সাদাতের কথা।
সাদাত জন্মের দুই মাস পর থেকেই ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পরপর ছয়বার ভারতের বেঙ্গালুরে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দেবী সেঠীর চিকিৎসাধীন রয়েছে। এখনো বুকে প্রচন্ড ব্যাথা বয়ে বেড়াচ্ছে পলাশবাড়ী দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার প্লে শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী শিশু সাদাত।
সাদাতের পরিবার বাংলাদেশ ও ভারতে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন।সাদাতের বাবা তাজুল ইসলাম জানায়,ছেলেকে বাঁচাতে ভারতের বিশিষ্ঠ চিকিৎসক ডা: দেবীশেঠী দ্রুত বাইপাস সার্জারীর পরামর্শ দিয়েছেন। এই চিকিৎসার জন্য প্রায়৩০ লক্ষাধিক টাকা ব্যায় হতে পারে বলে জানিয়েছেন চকিৎসক। ছেলেকে বাঁচাতে সহায় সম্বল বিক্রি করেও কোন কুলকিনারা না পেয়ে সাদাতের বাবা-মা ছেলের চিকিৎসা সহায়তায় সরকারি-বে- সরকারি প্রতিষ্ঠান, জিও-এনজিও এবং দেশ-বিদেশসহ সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা চেয়েছেন।
সাদাত বগুড়া জেলা সদরের এরুলিয়া এলাকার ছোট কুমিরা মৌজার বে-সরকারি চাকুরীজীবি তাজুল ইসলামের ঘরে ২০১৮ সালের ২২ শে অক্টোবর জন্মগ্রহন করে আব্দুল্লাহ আল সাদাত।সাদাত পলাশবাড়ী দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার প্লে শ্রেণীর শিক্ষার্থী।
সমাজের সামর্থবানদের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট শিশু সাদাতের জীবন, হাসি ফিরতে পারে বাবা-মায়ের মুখে। সাদাতকে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক একাউন্ট নং ২০৫০৪৫৭০২০০৩২৪৪১৭, ডাচবাংলা ব্যাংক একাউন্ট নং১৭৫১৫৮০১৭০৯৯৭।বিকাশ
নং ০১৭৩০১৭০৬০২।
উল্লেখ্যঃ সাদাতের বাবা তাজুল ইসলাম পাঞ্জেরী পাবলিকেশন এর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। মা সেতারা বেগম একজন গৃহিণী।বর্তমানে কর্মসূত্রে তারা সাদাতকে নিয়ে গৃধারীপুর মৌজায় ডাঃ আব্দুস সোবহান সাহেবের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।