গাইবান্ধায় ঠিকাদারের কাছ থেকে নেওয়া কমিশনের টাকা বহনকালে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে ৩৭ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তার গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে নিজ বাড়িতে টাকা নেওয়ার পথে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
নাটোর জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নিয়মিত তল্লাশির সময় ছাবিউল ইসলামের গাড়ি থামিয়ে চেক করা হয়। এতে পাওয়া যায় ৩৭ লাখ টাকা।
তিনি এসব টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাবদ এই টাকা সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।