গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার শ্রেষ্ঠ ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন; ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম সরকার, কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো: শফি আহমেদ, সাধারণ সম্পাদক মো:রিয়াজ মিয়া, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উদাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মান্নান মিয়া, উদাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ওমর ফারুক মিয়া,ফজলুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ জাহিদুল মিয়া, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: রায়হান মাহমুদ রাহুল,কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ
প্রমুখ। সহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়াইল মডেল স্কুল কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ দেশ ও জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সবশেষে দেশ ও জনগণের মঙ্গল কামনায় মুনাজাত শেষে সবাই একত্রিত হয়ে ইফতার করেন।