ফুলছড়িতে খেলতে গিয়ে যমুনা নদীর শাখা নদীতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া ইউনিয়নের তালওলা এলাকার এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম সিফাত (৬)। সে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তাল ওলা গ্রামের মো: সাইদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সিফাত বন্ধুদের সঙ্গে নদীর তীরে খেলতে যায়। এ সময় কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। তাকে পানিতে ডুবতে দেখে অন্য শিশুরা চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে।পরে খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।
ফুলছড়ি ফায়ার স্টেশন থেকে তথ্য পাওয়া যায় খেলতে গিয়ে নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। ফুলছড়ি ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রংপুরে ডুবুরিদলকে সংবাদ দেওয়া হয়েছে বলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্ট মো: নুর মোহাম্মদ শিকদার।
এ বিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে আমি আপনার থেকে শুনলাম, তবে এমন ঘটনার অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃতৌহিদুর রহমান তুহিন
ফুলছড়ি উপজেলা প্রতিনিধি
০১৭১৪৯২৮৭৮১