সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ঘোড়াঘাটে শিক্ষার্থীদের প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মিছিলসহ প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রবিবার (৯ মার্চ) বিকালে পৌরশহরের বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষক সমাজের ঘুণপোকা, ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মাগুরার ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নরপশুর বিচার চাই’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীদের নেতৃত্ব দেন দিশান চৌধুরী, মেহেদী হাসান ইমু,সাকিব মিয়া, রায়হান, তারেক , দিলরুবা আকতার বিপাশা, আল- ইমরান, মাহফুজ রহমান, বিপ্লব মন্ডল

সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। সেই বন্দোবস্তে নারীরা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন?’ যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ঘোড়াঘাটে শিক্ষার্থীদের প্রতিবাদ

Update Time : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মিছিলসহ প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রবিবার (৯ মার্চ) বিকালে পৌরশহরের বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষক সমাজের ঘুণপোকা, ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মাগুরার ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নরপশুর বিচার চাই’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীদের নেতৃত্ব দেন দিশান চৌধুরী, মেহেদী হাসান ইমু,সাকিব মিয়া, রায়হান, তারেক , দিলরুবা আকতার বিপাশা, আল- ইমরান, মাহফুজ রহমান, বিপ্লব মন্ডল

সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। সেই বন্দোবস্তে নারীরা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন?’ যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তাঁরা।