গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় ধাপের হাট ইউনিয়ন শাখা(নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল নামে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩০) খামারপাড়া গ্রামের গ্রামের আব্দুল মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র বলে জানা গেছে।
স্থানীয় একটি সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার উপর এ হামলা চালায়।
হাসপাল থেকে মামুনের লাশ ধাপেরহাটে নিয়ে আসলে বিক্ষুদ্ধ জনতা ও তার স্বজনরা লাশ নিয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে প্রসাশনের হস্তক্ষেপে জনগন অবরোধ তুলে নেয়।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল বাংলাদেশ ছাত্রলীগের ধাপের হাট ইউনিয়ন শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
মামুনের পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিলো না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার এবং দীর্ঘ দিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলো। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে।
এর একদিনের মাথায় বৃ্হস্পতিবার বিকেলে দুর্বৃত্তের হামলায় নিহত হলো মামুন।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।