পলাশবাড়ীতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মাদক পল্লী খ্যাত রাইগ্রামের একজন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী,২৫) রাত ১১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি চৌক্ষস টীম ৮৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন-পলাশবাড়ী পৌরসভার মাদক পল্লী খ্যাত রাইগ্রামের মৃতঃ হিরোইন জব্বার ও মহিলা মাদক কারবারী ফেরদৌসীর ছেলে মাদক সম্রাট ফেরদৌস,কালুগাড়ী গ্রামের মৃতঃ আজগর আলীর ছেলে ফিরোজ কবির,এবং দুবলাগাড়ী গ্রামের তসলিম প্রধান ছেলে লিখন প্রধান।
এদিকে অপর আরেকটি ঘটনায় অই রাতে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রাম থেকে পৌর জাসাস এর আহবায়ক আল আমিনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আল আমিন(৩৮)
পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে গ্রেফতারকৃত আল আমিনের ছোট ভাই পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক রবিউল ইসলাম দাবী করেছেন, আল আমিন কোন সময়ই মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত নয়,তাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাসানো হয়েছে। বিএনপি দলীয় ভাবেও একই দাবী করেছে।
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ০৯(ক)।৪১ মোতাবেক র্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার ভুট্রো।