কুমিল্লার লাকসামে Zeshan Foundation (Hongkong) এর অর্থায়নে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এর বাস্তবায়নে ইমার্জেন্সি রিলিফ এন্ড সাপোর্ট টু ফ্লাড অ্যাফেক্টেড হাউসহোল্ড ইন বাংলাদেশ প্রজেক্ট’র সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ (ফেব্রুয়ারী) সকালে লাকসাম উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক কামরুল হাসান জিলানীর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি),সিফাতুন নাহার।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ডিপিএইচই: সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আহমেদ উল্লাহ ও তিন ইউনিয়নের ইউপি সচিব বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জানান,ব্রাক সফলভাবে বাংলাদেশে বন্যা-আক্রান্ত পরিবারের মাঝে জরুরী ত্রাণ ও সহায়তার জন্য প্রকল্প সমাপনী সভা সমাপ্ত করেছে,যা দুর্বল সম্প্রদায়ের উন্নতির জন্য আমাদের প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে।এ জন্য সমস্ত স্টেকহোল্ডার,অংশীদার এবং সম্প্রদায়ের সদস্যদের তাদের অমূল্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।
বক্তারা আরো জানান,পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের বহুমুখী কাজের জন্য অর্থ সহায়তা প্রদান।পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের বসত ঘর মেরামতের উপকরণ প্রদান (টিন-১৭ টি) এবং ঘর মেরামতের মজুরী বাবদ আর্থিক সহযোগিতা ৩০০০ টাকা করে প্রদান করা হয়।
উল্লেখ্য,পূর্বাঞ্চলীয় বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের নলকূপের প্লাটফর্ম সংস্কার ও পানির আর্সেনিক যাচাই করা।প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন আয়োজন। উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন।
উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপণী সভার আয়োজন প্রকল্প গুলো বাস্তবায়ন করা হয়।