দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় হযরত বাখর শাহ( রঃ) স্মরণে ২৯৮ তম উরশ মাহফিল অনুষ্টিত হয়েছে। উরশ মাহফিলে, হযরত বাখর শাহ ( রঃ)এর বংশধর,শাহ সুফী হান্নান শাহ আল কাদেরীর পরিচালনায় সভাপতিত্ব করেন, হাজী মোঃ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট দেলোয়ার হোসেন, সভাপতি জাষ্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি। প্রধান মেহমান, সৈয়দ এহসানুল হাদী, এসোসিয়েট প্রফেসর, ফার্সি বিভাগ ঢাঃবিঃ প্রধান আলোচক, পাঁক পাঞ্জাতর দরবার শরিফের পীর সাহেব, শাহসুফী মোস্তাক আহমদ পাঞ্জাতনী। বিশেষ অতিথিহিসেবে বক্তব্য রাখেন মোঃ শামসুল আলম চিস্তি, সাধারন সম্পাদক,বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি। আলোচনা করেন, মাওলানা আমিনুল হক বাদশা, মাওলানা ফরহাদ হোসেন আল কাদেরী। মাওলানা সফিকুর রহমান আল কাদেরী।আলহাজ ওসমান গনি, মোতাওয়াল্লি বিশ্ব অলি জামে মসজিদ। হাজী রুহুল্লাহ,আলহাজ আব্দুর রহমান,মোঃ ওসমান গনি,সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি এডভোকেট দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ৯৫%মোসলমানের দেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে কতিপয় সন্ত্রাসী গোষ্ঠী,বাংলাদেশের সুফী অলি দরবেশদের মাজার গুলো ভেংগে দিচ্ছে। এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয়ভাবে দমন না করা হলে দেশে ধর্মীয় দাঙ্গা বেঁধে যেতে পারে।
এহসানুল হাদী বলেন,পীর অলির খানকা গুলোতে তরিকত তাছাউফের আলোচনা হয়।এখানে প্রশিক্ষন নিয়ে মানুষ আত্মশুদ্ধি দিল জিন্দা ক্কালবে হুজুরী তৈরী হয়ে, এনসানে কামেলে পরিনত হয়।
প্রধান আলোচক, মোস্তাক আহমদ পাঞ্জাতনীর বক্তব্যে, তরিকত বেলায়েত বায়াতের বিধান সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথি শামসুল আলম চিস্তির বক্তব্যে বলেন, প্রত্যেকটা সুফী পীর অলির দরবার গুলো,ইলমে তাসাউফ শিক্ষার মারকাজ এখানে সার্বক্ষণিক আল্লাহ ও রাসুলের শান মান আলোচনার মাধ্যমে, মানুষের মধ্যে হেদায়েতের বানী প্রচার করা হয়। বাংলা ভারতে ইসলাম প্রচার করেছে, অলি দরবেশরা। সম্প্রতিকালে উগ্রপন্থীরা অলি দরবেশদের খানকা মাজার গুলোতে সন্ত্রাসী হামলা হয়েছে। এমনকি অনেক সুন্নী মাহফিল বন্ধ করে দিয়েছে। তিনি,অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।
শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, শাহ সুফী সৈয়দ আজিম হোসাইন চিস্তি পীর সাহেব, পাক পাঞ্জাতন দরবার শরিফ।