পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক চারলেন উন্নতিকরণে সরকারী ভাবে অধিগ্রহণ কৃত জমিতে ইটের ঘড় নির্মাণের অভিযোগ উঠেছে জলিল মন্ডল নামে জৈনক কলেজ শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার ঢাকা কোচ স্টান্ডে জামালপুর গ্রামের মৃত ইমান উদ্দীন মন্ডলের ছেলে কলেজ শিক্ষক আব্দুল জলিল মন্ডলের জমি অধিগ্রহণ করা হয়। ফলে সেখানে আর কোনও জমি অবশিষ্ট নেই তার। বর্তমানে অভিযুক্ত জলিল মন্ডল অবৈধ্য ক্ষমতা বলে বেআইনি ভাবে ইটের ঘর নির্মাণ করে অধিগ্রহনকৃত জমি দখল করেছেন। ফলে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী একেএম আমজাদ বাদী হয়ে অবৈধ্য দখলদার জলিল মন্ডলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ০২ফেব্রুয়ারী পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বরাবর লিখিত এক খানা অভিযোগ দাখিল করেছেন।
মোঃফেরদাউছ মিয়া, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ 











