পলাশবাড়ীতে চলতি ২০২৪-২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২ হাজার ৮শ’৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।অন্যানের মধ্যে বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।
জানা গেছে,এসব রবি শস্যের অধিকাংশ সার ও বীজ উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের পছন্দের লোকজন পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অনেক ভূমিহীন পরিবার বিনিময়ে এ সুবিধা নিয়ে প্রনোদনার সার ও বীজ বাজারে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে করে প্রকৃত কৃষকরা প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে মহদীপুর ইউপি চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু বলেন, ইউনিয়ন কৃষি কমিটিকে না জানিয়েই উপ-সহকারি কৃষি কর্মকর্তা তার ইচ্ছা মত প্রণোদনার তালিকা তৈরী করে সার ও বীজ বিতরণ করেছেন।আমার ইউনিয়নে কতজন কৃষক প্রনোদনার সুবিধা পাবেন তাও আমাকে জানানো হয়নি। বরাদ্দের সিংহ ভাগ তাদের পছন্দের লোকজনের মাঝে বিতরণ করে তালিকা প্রণোয়ন করেছেন। তিনি আরো জানান, ইউনিয়ন কৃষি কমিটির মাধ্যমে তালিকা না করায়, প্রকৃত কৃষক বঞ্চিত হয়েছেন। এতে করে রবি ফসলের উৎপাদন ব্যাহত হবে।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু
বলেন, নিয়ম মেনেই রবি মৌসুমের সার, বীজ বিতরণ করা হচ্ছে। কোনো অনিয়ম হয়নি। তবে প্রকৃত কৃষকরা প্রণোদনার সার, বীজ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বপনের পর যাছাই-বাছাই করে দেখা হবে।
মোঃফেরদাউছ মিয়া, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ 











