সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আঞ্চলিক বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ

আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর তথা উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধা জেলায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে ছাত্র-জনতা।

বুধবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ-সমাবেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

পরে উপস্থিত ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্র-জনতা। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে রংপুর বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা।

শুধু তাই নয়, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। এসময় উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদি শেখ হাসিনার দোসর ও দালালদের সদস্য করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে অপসরণের দাবি করেন বক্তারা।

এসময় বক্তারা দ্রুত সকল ধরণের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ৪ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর-ঢাকা মহাসড়ক ছাড়াও সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ ও হরতালের ডাকসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাফি, জীম, সরোয়ার, মাহমুদ, মোক্তাদির, মেহেদী, সিয়াম ও মাসুদ রানাসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

আঞ্চলিক বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ

Update Time : ১০:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর তথা উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধা জেলায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে ছাত্র-জনতা।

বুধবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ-সমাবেশে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

পরে উপস্থিত ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্র-জনতা। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে রংপুর বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা।

শুধু তাই নয়, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। এসময় উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদি শেখ হাসিনার দোসর ও দালালদের সদস্য করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে অপসরণের দাবি করেন বক্তারা।

এসময় বক্তারা দ্রুত সকল ধরণের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ৪ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রংপুর-ঢাকা মহাসড়ক ছাড়াও সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ ও হরতালের ডাকসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাফি, জীম, সরোয়ার, মাহমুদ, মোক্তাদির, মেহেদী, সিয়াম ও মাসুদ রানাসহ অনেকেই।