গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এসকেএস ফাউন্ডেশন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৪ইং পালন করেছে।
“গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি।” এই প্রতিপাদ্যে
দিবসটি পালন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসকেএস ফাউন্ডেশন ২৭ অক্টোবর রবিবার ২০২৪ তারিখে আয়োজন করে,নারীদের আয়বৃদ্ধিমূলক বিভিন্ন সামগ্রীরস্টল প্রদর্শনী, আলোচনা সভা ও খেলাধূলা। গ্রামীণ নারীদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরি এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
এসকেএস ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের Community-based Resilience Women’s Empowerment and Action (CREA) প্রকল্পের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্টলে উন্নত পদ্ধতিতে হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, ফুড ব্যাংক ও সিড ব্যাংক স্থাপন, এবং বন্যাসহনশীল বিভিন্ন কৃষি-সামগ্রীর প্রদর্শনী ছিল। এছাড়াও পারিবারিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নারী ও পুরুষদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
দিবসটির আলোচনাসভায় কিশোরীরা তাদের শিক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জের কথা তুলে ধরে জানান, স্থানীয়ভাবে কলেজের অভাব এবং নিরাপত্তার কারণে অনেক মেয়ের অল্প বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন,মহিলাবিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম এবং এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী উম্মে কুলসুম ইলা।
নারীর কাজের অর্থনৈতিক মূল্যায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে কয়েকজন জয়িতা নারী তাদের সংগ্রামের গল্প শোনান, যা ছিল উপস্থিত সবার জন্য প্রেরণাদায়ক।
পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।