সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে গাইবান্ধায় ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে আল্পনা ট্রেডার্সে পূর্ব শত্রুতার জেড়ে একই গ্রামের মৃত মাসুদ হোসেনের ছেলে মাসুম মিয়া ও মৃত গোলান হোসেনের ছেলে ইকবাল বাহারসহ এলাকার কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতিকারী হামলা চালায়। দুষ্কৃতিকারীরা দোকানে অনধিকারে প্রবেশ করে দোকানের স্বত্বাধিকারী আরিফুল ইসলামের নিকট ৫ লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে ওই এলাকার আলিম উদ্দিনের ছেলে আল্পোনানট্রেডার্সের স্বত্বাধিকারী মো: আরিফুল ইসলামকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে কোনমতে পালিয়ে নিজে আত্নরক্ষা করলেও হামলাকারীদের ধ্বংসাত্নক ছোবল থেকে রক্ষা পায়নি তার স্বপ্নের ব্যাবসা প্রতিষ্ঠান আল্পোনা ট্রেডার্স।

পরে হামলাকারীরা রাতের অন্ধকারে আল্পোনা ট্রেডার্সের সাডার কেটে দলবদ্ধভাবে ভিতরে প্রবেশ করে ভিতরের রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার, বাসভবনের শোকেচের ড্রয়ারে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ লক্ষ টাকা, পোল্ট্রি ফার্ম থেকে ২০০ সোনালী মুর্গিসহ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন কুটি টাকা।

এবিষয়ে প্রতিকার চেয়ে হামলা ও লুটপাটের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ১৮জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, তিনি একজন সাধারণ ব্যাবসায়ী এবং এলাকার মানুষের দুর্দিনে পাশে দারাতে ভালোবাসতেন। কিন্তু তার উত্তরোত্তর উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে এলাকার কিছু সুযোগ সন্ধানী হামলা চালিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বরে দাবী করেন। এবং একারণেই দুষ্কৃতকারীদের দাপটে আজবধি বাড়ি ফিরতে পারছেননা বলে অভিযোগ করেন।
এ নিয়ে তার পরিবারের লোকজনও ব্যাপক শংকা ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। আরিফুল ইসলাম আরো জানান, থানায় এজাহার দায়ের করা সত্বেও এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী আরিফুল ও তার পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গাইবান্ধায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

Update Time : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে গাইবান্ধায় ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে আল্পনা ট্রেডার্সে পূর্ব শত্রুতার জেড়ে একই গ্রামের মৃত মাসুদ হোসেনের ছেলে মাসুম মিয়া ও মৃত গোলান হোসেনের ছেলে ইকবাল বাহারসহ এলাকার কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতিকারী হামলা চালায়। দুষ্কৃতিকারীরা দোকানে অনধিকারে প্রবেশ করে দোকানের স্বত্বাধিকারী আরিফুল ইসলামের নিকট ৫ লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে ওই এলাকার আলিম উদ্দিনের ছেলে আল্পোনানট্রেডার্সের স্বত্বাধিকারী মো: আরিফুল ইসলামকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে কোনমতে পালিয়ে নিজে আত্নরক্ষা করলেও হামলাকারীদের ধ্বংসাত্নক ছোবল থেকে রক্ষা পায়নি তার স্বপ্নের ব্যাবসা প্রতিষ্ঠান আল্পোনা ট্রেডার্স।

পরে হামলাকারীরা রাতের অন্ধকারে আল্পোনা ট্রেডার্সের সাডার কেটে দলবদ্ধভাবে ভিতরে প্রবেশ করে ভিতরের রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার, বাসভবনের শোকেচের ড্রয়ারে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ লক্ষ টাকা, পোল্ট্রি ফার্ম থেকে ২০০ সোনালী মুর্গিসহ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন কুটি টাকা।

এবিষয়ে প্রতিকার চেয়ে হামলা ও লুটপাটের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ১৮জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, তিনি একজন সাধারণ ব্যাবসায়ী এবং এলাকার মানুষের দুর্দিনে পাশে দারাতে ভালোবাসতেন। কিন্তু তার উত্তরোত্তর উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে এলাকার কিছু সুযোগ সন্ধানী হামলা চালিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বরে দাবী করেন। এবং একারণেই দুষ্কৃতকারীদের দাপটে আজবধি বাড়ি ফিরতে পারছেননা বলে অভিযোগ করেন।
এ নিয়ে তার পরিবারের লোকজনও ব্যাপক শংকা ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। আরিফুল ইসলাম আরো জানান, থানায় এজাহার দায়ের করা সত্বেও এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী আরিফুল ও তার পরিবার।