আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মাধ্যমে গড়ে উঠবে আগামী দিনের নতুন বিশ্ব। তাই বিশ্ব মানবতার শান্তির ধর্ম ইসলাম শিশুকে স্নেহ,মমতার পাশাপাশি আদর ও যত্ন দিয়ে প্রকৃত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা গ্রহণ করে শিশুরা আগামীতে প্রকৃত মানুষ ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে -এই মতাদর্শে লালমনিহাট জেলা সদরের হাড়িভাঙ্গা এলাকায় গত- ২০১০ ইং সালে প্রতিষ্ঠিত হয় আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুল।
প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্কুলটির প্লে থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ইসলামিক পরিবেশে জেনারেল শিক্ষার পাশাপাশি পরিপূর্ণভাবে আরবি ও পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১/১০/২৪ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব মাওলানা মুফতি আব্দুল হান্নান সাইফি, খতিব,হাড়িভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ। জনাব,হাফেজ মোঃ আসাদুজ্জামান আসাদ, খতিব, পূর্ব হাড়িভাঙ্গা জামে মসজিদ। জনাব, হাফেজ মো: সাইফুল ইসলাম, পেশ ইমাম, হাড়িভাঙ্গা বাজার জামে মসজিদ। জনাব মোঃ আব্দুল জলিল, সভাপতি লালমনিরহাট আহছানিয়া মিশন ও জনাব মোঃ রেনায়েল আলম, সাধারণ সম্পাদ, লালমনিরহাট আহছানিয়া মিশন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জনাব এম. এরশাদুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ, আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক , যুগ্ম সাধারণ সম্পাদক,লালমনিহাট আহছানিয়া মিশন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন,আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীরা ৫ম শ্রেণি পর্যন্ত জেনারেল শিক্ষার সাথে প্রি-হেফজ সম্পন্ন করছে। পাশাপাশি ক্যাডেট-এ ভর্তির উপযোগী হয়ে গড়ে উঠছে। যাতে করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরবর্তীতে যেকোনো ক্যাডেট কলেজ,মাদ্রাসা বা অন্য যে কোনো মাধ্যমে পড়ালেখা করতে সক্ষম হয়।আমাদের প্রতিষ্ঠানে জেনারেল পাশাপাশি শিশুরা এমন কিছু শিখছে যেটি অন্য প্রতিষ্ঠান থেকে কিছুটা আলাদা। এখানে বাংলা,ইংরেজী এর পাশাপাশি আরবি থাকছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পর পিছিয়ে পড়াদের এক্সট্রা কেয়ার করা হচ্ছে । আরবি ও জেনারেল সিলেবাস এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা টিচিং দেওয়া হচ্ছে। স্কুলের নিজস্ব শেড খাতায় শিক্ষার্থীদের সুন্দর ঝকঝকে হাতের লেখা শেখানো হয়। বর্তমান প্রতিষ্ঠানে নূরানী, নাজেরা ও প্রি-হেফজ শাখাসহ প্লে থেকে ৮ম শ্রেনি পযর্ন্ত ২৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। স্কুলটির শিক্ষা পদ্ধতি, নিয়মনীতি সহ সব কিছুতেই রয়েছে ব্যতিক্রমের ছোঁয়া।
প্রহার মুক্ত,মনোরম,নিরিবিলি, শিশু বান্ধব পরিবেশে ও মাতৃছায়ার পরশে পাঠদান করা হয়।
পরিশেষে অধ্যক্ষ মহোদয় আগামী ২০২৫ শিক্ষাবর্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তির জন্য সকল সকল অভিভাবক,এলাকাবাসী সহ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।