“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলার ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এরআগে র্যালী শেষে শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগণ হাত ধোয়া কর্মসূচী পালন করেন। বক্তারা ,স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার সুফল গুলো তুলে ধরে, পরিচ্ছন্ন জীবন গঠনে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
মোঃফেরদাউছ মিয়া, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ 











