গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবলু মন্ডল (৬০) নিহত হয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামের বাবলু মন্ডলের সাথে মতিয়ার রহমান গংদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাবলু মন্ডল পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিতলা বাজার থেকে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় বাড়ীর সন্নিকটে আসা মাত্রই প্রতিপক্ষ মতিয়ার গংরা তার পথরোধ করে এ্যালোপাথারী মারডাং শুরু করে। তখন তার আত্মচিৎকারে বাবলু মন্ডলের বড়ভাই সাজু মন্ডল ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষগংরা মারপিট করে আহত করে। এ ঘটনায় বাবলু মন্ডল রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত সাজু মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসৎধীন রয়েছে।
এ ব্যাপারে ওইদিন রাতেই নিহত বাবলু মন্ডলের স্ত্রী মোছা. ছালেমা বেগম বাদী হয়ে মতিয়ার রহমানসহ ৬ জন এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ অক্টোবর নিহতের স্ত্রী ছালেমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।