জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সভায় সদস্যদের মাঝে ফরম বিতরণ ও ১৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ।
জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সাধারণ সভা গত ৫ অক্টোবর সাপ্তাহিক অবিরাম পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংবাদিক অবিরাম পত্রিকার উপদেষ্টা সম্পাদক এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে ও সদস্য সচিব,জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন- অর- রশিদ বাদল,, সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা, দি ডেইলী ট্রাইবুনালের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রুবেল, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন কাশেম, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার স্টাফ রিপোর্টর মারুফ হোসেন চৌধুরী,কলম যোদ্ধা সম্পাদক কামরুজ্জামান রেজওয়ান,দৈনিক নাগরিক ভাবনার গোবিন্দগঞ্জ প্রতিনিধি জাফর ইকবাল রানা,দৈনিক স্বাধীন মত এর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা ১৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য গত ২৫ শে আগস্ট অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকুকে আহ্বায়ক ও সাজাদুর রহমান সাজুকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট জেলা আহবারক কমিটি অনুমোদন দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলতাফ হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম।
উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সকল উপজেলা কমিটি গঠন করে জেলা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।