আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত)লাইছুর রহমান, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দীলিপ চন্দ্র সাহা আনসার ভিডিপি কর্মকর্তা নুর আলম,বীর মুক্তিযোদ্ধা আঃওয়াদুদ মিয়া,মহদীপুর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রাহেদুল ইসলাম বাবু, সাংবাদিক ফেরদাউছ মিয়া ও মাসুদার রহমান মাসুদ প্রমুখ।
এ সময় বিভিন্ন পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পলাশবাড়ীতে সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।