সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ি এলাকার মৃত নজির হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৪৫) ও লালমনিরহাট সদর উপজেলার আইর খামার এলাকার মৃত অসি মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৪)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দুইজন মাদক কারবারী উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকায় একটি সিএনজিতে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪৩ কেজি শুকনো গাঁজাসহ তাদেরকে গ্রেফতার এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

Update Time : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ি এলাকার মৃত নজির হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৪৫) ও লালমনিরহাট সদর উপজেলার আইর খামার এলাকার মৃত অসি মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৪)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দুইজন মাদক কারবারী উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকায় একটি সিএনজিতে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪৩ কেজি শুকনো গাঁজাসহ তাদেরকে গ্রেফতার এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।