তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
২৭ এপ্রিল শনিবার পলাশবাড়ী পৌর শহরের এম.এ সামাদ কারিগরি কলেজ মাঠে এসব বৃক্ষ রোপনের শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমন, সহ-সভাপতি উজ্জ্বল সরকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগ আহবায়ক হাসান প্রধান, যুগ্ম আহবায়ক শিপন সরকার, পৌর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকার, যুগ্ম আহবায়ক রিফাত সরকার, মুন্না সরকার, ওলিউর প্রধান, ছাত্রনেতা রাসেল সরকার, শোভন, জীবনসহ অন্যান্যরা।
বৃক্ষ রোপন শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত জানান, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাস্তা ঘাটে জনসমাগমকৃত স্থানে এসব বৃক্ষ রোপন করা হবে।
বিশেষ প্রতিনিধিঃ 











