সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর ফুলছড়ির সেই রাস্তাটি নতুন খোয়া দিয়ে নির্মাণ শুরু

এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অনিয়মের অভিযোগ ওঠা ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নবাবগঞ্জ বাজার থেকে কুকড়ারহাট পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়,ঠিকাদারী প্রতিষ্ঠান সোহেল এন্টারপ্রাইজ এর ঠিকাদার রাস্তাটি পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন।নির্মিত রাস্তাটির নিম্নমানের খোয়া তুলে নতুন করে খোয়া দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এর আগে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর “ফুলছড়িতে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ” শিরোনামে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট দফতরের।

পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রাস্তাটি পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

পরে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম ঠিকাদারকে খারাপ ইটের খোয়ার ব্যবহার না করার নির্দেশ দেন।একই সঙ্গে সহকারী প্রকৌশলীকে উক্ত কাজ পরিদর্শনের জন্য পাঠিয়ে নিম্নমানের খোয়া পরিবর্তন করে নতুন খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দেন।

এ বিষয়ে ঠিকাদার খোকন মিয়া জানান, যেহেতু রাস্তাটির নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠেছে সেহেতু আমি খারাপর ইটের খোয়া তুলে ফেলে নতুন ইটের খোয়া দিয়ে পুনরায় রাস্তাটি নির্মাণ করছি।আশা করি রাস্তাটি নিয়ে আর অভিযোগ থাকবে না।

উল্লেখ্য,অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামা উন্নয়ন প্রকল্প-তৃতীয় পর্যায়(আই আর আই ডি পি-৩) শীর্ষক প্রকল্প এর আওতায় নবাবগঞ্জ বাজার হতে কুকড়াহাট আর এন্ড এইচ রোড (চেইনেজঃ ০০-৮৩০ মিঃ) সড়ক উন্নয়ন কাজে ৩ হাজার মিটার দীর্ঘ রাস্তার ৭৪ লক্ষ টাকা প্রকল্পের ব্যয়ে কাজ করছেন সোহেল এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর ফুলছড়ির সেই রাস্তাটি নতুন খোয়া দিয়ে নির্মাণ শুরু

Update Time : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অনিয়মের অভিযোগ ওঠা ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নবাবগঞ্জ বাজার থেকে কুকড়ারহাট পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়,ঠিকাদারী প্রতিষ্ঠান সোহেল এন্টারপ্রাইজ এর ঠিকাদার রাস্তাটি পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন।নির্মিত রাস্তাটির নিম্নমানের খোয়া তুলে নতুন করে খোয়া দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এর আগে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর “ফুলছড়িতে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ” শিরোনামে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট দফতরের।

পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রাস্তাটি পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

পরে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম ঠিকাদারকে খারাপ ইটের খোয়ার ব্যবহার না করার নির্দেশ দেন।একই সঙ্গে সহকারী প্রকৌশলীকে উক্ত কাজ পরিদর্শনের জন্য পাঠিয়ে নিম্নমানের খোয়া পরিবর্তন করে নতুন খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দেন।

এ বিষয়ে ঠিকাদার খোকন মিয়া জানান, যেহেতু রাস্তাটির নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠেছে সেহেতু আমি খারাপর ইটের খোয়া তুলে ফেলে নতুন ইটের খোয়া দিয়ে পুনরায় রাস্তাটি নির্মাণ করছি।আশা করি রাস্তাটি নিয়ে আর অভিযোগ থাকবে না।

উল্লেখ্য,অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামা উন্নয়ন প্রকল্প-তৃতীয় পর্যায়(আই আর আই ডি পি-৩) শীর্ষক প্রকল্প এর আওতায় নবাবগঞ্জ বাজার হতে কুকড়াহাট আর এন্ড এইচ রোড (চেইনেজঃ ০০-৮৩০ মিঃ) সড়ক উন্নয়ন কাজে ৩ হাজার মিটার দীর্ঘ রাস্তার ৭৪ লক্ষ টাকা প্রকল্পের ব্যয়ে কাজ করছেন সোহেল এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান।