রংপুরে ২০২৩ এর আগস্ট মাসের কর্ম মূল্যয়নে রংপুর জেলায় ২ ক্যাটাগরিতে, শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন মিঠাপুকুর থানার এসআই (নি:)মো : মনিবুর রহমান।
পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর পক্ষে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার হাতে তুলে দেন রংপুরের সহকারী পুলিশ সুপার(ডি সার্কেল) আবু হাসান মিয়া।
শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ বিট অফিসার এর পুরস্কার পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), অফিসার ইনচার্জ ওসি ও মিঠাপুকুর থানায় কর্মরত সকল সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চৌকস এই পুলিশ কর্মকর্তা গাইবান্ধা জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম। ছোটবেলা থেকেই ডানপিটে ছিলেন মুনিবুর রহমান । সে শিক্ষা জীবনেও মেধাবীর স্বাক্ষর রেখেছেন । সে দারিয়াপুর আমানুল্লাহ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০০৭ সালে এসএসসি পাশ করেন, এরপর গাইবান্ধা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করার পর এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ইংরেজি বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন এই পুলিশ কর্মকর্তা ।
২৮/০১/২০১৮ সালের জানুয়ারিতে ৩৬ তম আউট সাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন । বর্তমানে রংপুরের মিঠাপুকুর থানায় কর্মরত আছেন । এর আগে জেলার পীরগঞ্জ থানায় সুনামের সহিত কর্ম দক্ষতার স্বাক্ষর রেখেছেন । পীরগঞ্জ থানায় চাকুরী কালীন সময়ে রেঞ্জ ও জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন তিনি । চৌকস এই পুলিশ কর্মকর্তা যদি পুলিশ না হতেন তাহলে তার স্বপ্ন ছিল শিক্ষক হবার না হয়ে যোগ দিয়েছেন পুলিশ এবং হতে চান দেশ সেরা পুলিশ অফিসার ।
তার এই অর্জন কর্মস্থলের সকল সহকর্মী,পরিবার পরিজনকে উৎসর্গ করেন এস আই মুনিবুর রহমান। তিনি বলেন, আগামীতে দেশের অপরাধ দমনে আরো ভালো কিছু যেন করতে পারী সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন ।
মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ 











