গাইবান্ধার সাঘাটায় ১০০ পিস ইয়াবা সহ শরিফ মিয়া (২৮) ও আজগর আলী (২৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃত শরিফ মিয়া উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী নাদুর ছেলে ও আজগর আলী একই গ্রামের শানু ব্যাপারী ছেল।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর সাথালিয়া ওয়াবদা বাধের ওপর থেকে ১০০ পিস ইয়বাসহ তাদের গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।