নওগাঁর ধামইরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই ব্যাক্তিকে মাদক সহ আটক করা হয়েছে।বুধবার সকালে তাদের দুই জনকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো,ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মো:জহির সোনার এর ছেলে( ১)মো:গোফফার সোনার ও বদলগাছিঁ উপজেলার, জালালপুর গ্রামের মো:ইউনুস এর মেয়ে (২)মোসা:রোকসানা বেগম।
পুলিশ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ মোর এলাকায় অভিযান চালিয়ে মো:গোফফার সোনার ও মোছা:রোকসানার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় এমকেডিল
সহ তাদেরকে আটক করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:বাহার উদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টারঃ 











