সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার কোরবানির হাট কাঁপাচ্ছে গাইবান্ধার “কালা মানিক”

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরুর হাট গুলোতে চলছে কেনা বিক্রির ধুম।ধর্মপ্রাণ মুসল্লীরা তাদের কাঙ্ক্ষিত কোরবানির পশু নিয়ে ফিরছেন বাড়িতে।গাইবান্ধায় পশুপালনকারীর নজরকাঁড়া গরুগুলো পেয়েছে নানান ধরনের চমকপ্রদ নাম।

এবার গাইবান্ধায় কোরবানির বাজারে সাড়া ফেলেছে সুন্দরগঞ্জের কালা মানিক। নামটি শুনতে চমকে যাওয়ার মতো। সিনেমার আদলে রাখা নামকরণের একমাত্র কারণ হলো গরুর শারিরীক রং কৃষ্ণ কালো।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া নামক স্থানে জনৈক মহব্বর হোসেন সরকার এর পালনকৃত গরুটি প্রায় সাড়ে ৪ বছর বয়সী ৪০ মণ ওজনের। ১০ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট উচ্চতার গরুটি দেখতে ছুটে যান অনেক মানুষ। গেল ঈদে এর দাম হাঁকানো হয়েছিল ৪ লক্ষ টাকা।

কৃষক মহব্বর হোসেন সরকার জানান, গরুটি বিক্রি নিয়ে অনেক চিন্তায় আছি। প্রতিদিন ৭০০ টাকার খাবার ও ১০০ লিটার পানি দিতে হয়। দামে বেশি হওয়ায় কেউ নিতে চাচ্ছেন না। ১০ লক্ষ টাকা বিক্রি হলেও আমার যৎ সামান্য আয় হবে। বিশাল দেহের অধিকারী এই কালা মানিকের বিক্রি নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করীম জানান, এই খামারী আমার প্রডিউসার গ্রুপের সদস্য। আমরা তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছি। এটি কালো মানিক নামে এলাকায় বেশ পরিচিত। সুঠম দেহের অধিকারী এই গরুটি নিয়ে খামারী বেশ চিন্তিত। গরুটি বিক্রির জন্য আমরা নানান ধরনের পদক্ষেপ নিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

এবার কোরবানির হাট কাঁপাচ্ছে গাইবান্ধার “কালা মানিক”

Update Time : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরুর হাট গুলোতে চলছে কেনা বিক্রির ধুম।ধর্মপ্রাণ মুসল্লীরা তাদের কাঙ্ক্ষিত কোরবানির পশু নিয়ে ফিরছেন বাড়িতে।গাইবান্ধায় পশুপালনকারীর নজরকাঁড়া গরুগুলো পেয়েছে নানান ধরনের চমকপ্রদ নাম।

এবার গাইবান্ধায় কোরবানির বাজারে সাড়া ফেলেছে সুন্দরগঞ্জের কালা মানিক। নামটি শুনতে চমকে যাওয়ার মতো। সিনেমার আদলে রাখা নামকরণের একমাত্র কারণ হলো গরুর শারিরীক রং কৃষ্ণ কালো।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া নামক স্থানে জনৈক মহব্বর হোসেন সরকার এর পালনকৃত গরুটি প্রায় সাড়ে ৪ বছর বয়সী ৪০ মণ ওজনের। ১০ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট উচ্চতার গরুটি দেখতে ছুটে যান অনেক মানুষ। গেল ঈদে এর দাম হাঁকানো হয়েছিল ৪ লক্ষ টাকা।

কৃষক মহব্বর হোসেন সরকার জানান, গরুটি বিক্রি নিয়ে অনেক চিন্তায় আছি। প্রতিদিন ৭০০ টাকার খাবার ও ১০০ লিটার পানি দিতে হয়। দামে বেশি হওয়ায় কেউ নিতে চাচ্ছেন না। ১০ লক্ষ টাকা বিক্রি হলেও আমার যৎ সামান্য আয় হবে। বিশাল দেহের অধিকারী এই কালা মানিকের বিক্রি নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করীম জানান, এই খামারী আমার প্রডিউসার গ্রুপের সদস্য। আমরা তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছি। এটি কালো মানিক নামে এলাকায় বেশ পরিচিত। সুঠম দেহের অধিকারী এই গরুটি নিয়ে খামারী বেশ চিন্তিত। গরুটি বিক্রির জন্য আমরা নানান ধরনের পদক্ষেপ নিয়েছি।