সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সন্তান কে বাঁচাতে সন্তান সহ প্রান গেলো মায়ের

দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে মাসহ দুই শিশুর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।

১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির হোসেনের খননকৃত পুকুরে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালী থানা থেকে প্রাপ্ত তথ‍্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী ও দুই শিশু সন্তান গৌতম(৮)এবং প্রীতম( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকিরের খননকৃত পুকুরে কাপড় কাঁচতে যায়।কাপড় কাঁচায় ব‍্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পড়ে গেলে তাদের মা দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়। এলাকার কেউই কিছুই বুঝতে পারেনি।বিকেলে আসরের পর পুকুরে তিনজনের লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস‍্যরা গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।
একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।
এখন অহরহই ঘটছে পানিতে ডুবে মৃত‍্যু।এর প্রধান কারন অনিয়ন্ত্রিত ও নিয়ম বর্হিভূত নদী পুকুর ড্রেজিং এবং মাটি বিক্রির হিড়িক।অথচ নেই কোন পদক্ষেপ এমনটাই মনে করেন একাধিক সচেতন ব‍্যক্তি মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

দুই সন্তান কে বাঁচাতে সন্তান সহ প্রান গেলো মায়ের

Update Time : ১০:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে মাসহ দুই শিশুর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।

১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির হোসেনের খননকৃত পুকুরে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালী থানা থেকে প্রাপ্ত তথ‍্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী ও দুই শিশু সন্তান গৌতম(৮)এবং প্রীতম( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকিরের খননকৃত পুকুরে কাপড় কাঁচতে যায়।কাপড় কাঁচায় ব‍্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পড়ে গেলে তাদের মা দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়। এলাকার কেউই কিছুই বুঝতে পারেনি।বিকেলে আসরের পর পুকুরে তিনজনের লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস‍্যরা গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।
একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।
এখন অহরহই ঘটছে পানিতে ডুবে মৃত‍্যু।এর প্রধান কারন অনিয়ন্ত্রিত ও নিয়ম বর্হিভূত নদী পুকুর ড্রেজিং এবং মাটি বিক্রির হিড়িক।অথচ নেই কোন পদক্ষেপ এমনটাই মনে করেন একাধিক সচেতন ব‍্যক্তি মহল।