গাইবান্ধার ফুলছড়িতে গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর এর আয়োজনে মধ্য উড়িয়া চরে এ গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর আদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে উড়িয়া চরের ১০ দম্পতি তাদের বিবাহ রেজিস্ট্রার করেছে।
২০১২ সাল থেকে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর বিভিন্ন মিটিং এর মাধ্যমে সচেতন করে আসছে। এরি ধারাবাহিকতায় কয়েকমাসে বিবাহ,বিবাহ রেজিস্ট্রার করার গুরুত্ব দেনমোহর ও বাল্য বিবাহ নিয়ে আলোচনা করে। এতে উতবদ্ধ হয়ে ১০ দম্পতি সিদ্ধান্ত নেয় তারা বিবাহ রেজিস্ট্রার করবে। তারা এটি ফ্রেন্ডশিপ প্যারালিগ্যালকে জানায়। তাকে জানানোর পর ফ্রেন্ডশিপ তাদের বিয়ে রেজিষ্ট্রেশন করতে সহায়তা করার সিদ্ধান্ত নেয়। এ
রই ফলে আজ ১০ দম্পতির বিয়ে রেজিষ্ট্রেশন হয়। রেজিষ্ট্রেশন শেষে তারা তাদের দেনমোহর বুঝায় দিয়েছে।