শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

চঞ্চল সাহা কর্তৃক হুইপ গিনি এমপিকে কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ।

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এমপির নামে কটুক্তিপূর্ণ মন্তব্য ও মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত ৮ টায় শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে, সদর উপজেলার সনাতনী জনসাধরাণের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে শহরে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এমপির নামে কটুক্তিপূর্ণ মন্তব্য ও মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহবুব আরা বেগম গিনি এমপির নামে কটুক্তিপূর্ণ মন্তব্য ও মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এরআগে গত শুক্রবার শহরের ভিএইড রোডের কালিমন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সম্মেলনে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিকে নিয়ে কটুক্তিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গাইবান্ধার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।

সনাতনী সংঘ কলেজ পাড়ার ধীরেন্দ্র নাথের সভাপতিত্বে ও হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সনজীবন কুমার দেব রকির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,গাইবান্ধার হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক উপদেষ্টা সমীরণ সরকার,সনাতনী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার দাস,সনাতনী মন্দির কলেজ পাড়ার যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার সরকার,পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি মিনু রানী,শান্ত সাহা,শ্যামল সরকার প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন,সনাতনীদের যা উন্নয়ন হয়েছে তা এমপি গিনির হাত ধরে হয়েছে। তিনি সদরের প্রত্যেকটি মন্দীরের জন্য বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আগে যেসব টিআর কাবিখা নেতা কর্মীদের মাঝে বিতরণ করা হতো,আজ মাননীয় হুইপ গিনি এমপি তা মন্দির- মসজিদের উন্নয়ন কাজে দিচ্ছেন। অথচ গত শুক্রবারে তার নামে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি নাকি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো অনুদান দেননা।

বক্তারা এমন মিথ্যা মন্তবের প্রতিবাদ জানিয়ে মন্তব্যকারী চঞ্চলসাহাকে বয়কটের দাবি জানান। হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন,এর পরে যদি নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করা হয় তাহলে তার বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন নেওয়া হবে।