দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ এর সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শৈলেন নামে ১ জন নিহত হয়েছেন।
জানা যায়,বুধবার(৫মার্চ) সকালে দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শশরা হিন্দু পাড়া গ্রামের শ্রী চঞ্চলের মা’র কিছুদিন আগে মৃত্যু হয়।
এরই ধারাবাহিকতায় শ্রী চঞ্চল রায় তার মায়ের সদকাজের জন্য বুধবার সকাল থেকেই দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে পাশাপাশি বাড়ির ভাতিজা শৈলেন ও পাশের গ্রামের আরেক বন্ধু ওমানকে নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য বের হন।
পরবর্তীতে তিনজনেই দাওয়াত দেওয়ার জন্য দিনাজপুর শহর মুখে মোটরসাইকেল যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে দুইটি স্প্রিড বেকারের কাছে কলেজের গেটের পশ্চিম সাইডে পৌছিলে সামনে থাকা একটি ট্রাকের পিছনে চলে যায়।স্পিরিট বেকারের ঝাকুনি কন্ট্রোল করতে না পেরে মোটরসাইকেলের পিছনে বসে থাকা ভাতিজা শৈলেন ট্রাকের পিছন চাকায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়!
স্থানীয়দের বরাত দিয়ে আরে জানা যায়,মোটরসাইকেলটি দ্রুত গতিতে চুলিয়াপাড়া থেকে দিনাজপুর শহরে আসতে ছিলেন এমন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম কলেজের গেটের স্পিড বেকারের উপর আসলেই স্পিড ব্রেকারের উপরে থাকা একটি ট্রাক শহরের দিকে যাচ্ছিলো।এদিকে মোটরসাইকেল চালক দ্রুতগতিতে আসার কারণেই স্পিড বেকারের ঝাকুনি কন্ট্রোল করতে না পেরে মোটরসাইকেল চালক ট্রাকের একটু ডান দিকে চলে যায়।এতে মোটরসাইকেলের পিছনে বসে থাকা চালকের ভাতিজা শৈলেন চন্দ্র রায় ট্রাকের পিছনে চাকায় পড়ে গেলে ট্রাক চালক না দেখতে পারায় ট্রাকের পিছনের চাকা দুইটি পড়ে যাওয়া শৈলেনের মাথার উপর দিয়ে চলে যায় !ফলে ঘটনা স্থানেই শৈলেনের মৃত্যু হয় !
আশেপাশের লোকজন এসে মৃতদেহের আশেপাশে ইট দিয়ে ঘিরে রেখে বাকি অংশগুলি সেফটি করেন!
এরই মধ্যে মোটরসাইকেল চালক .চঞ্চল.ও মাঝখানে বসে থাকা ঈমান ঘটনাস্থান থেকে দ্রুত পালিয়ে যায়!
আরে জানা যায় চালক চঞ্চল ও ঈমান গ্রামের বাড়ি গিয়ে বিষয়টি জানান মৃত শৈলেনের বাড়িতে!
খবর পেয়ে মৃত শৈলেনের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই আসেন ঘটনাস্থলে।
এদিকে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত শৈলেনকে হাইওয়ে রাস্তা থেকে রাস্তার সাইডে রাখেন এবং রাস্তায় পড়ে থাকা রক্তগুলি পানি দিয়ে পরিষ্কার করেন!
দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান আমরা ঘটনাস্থলে এসে রাস্তায় একটি মৃত দেহ পেয়েছি এবং মৃত দেহটিকে রাস্তার এক সাইডে রেখে রাস্তায় পড়ে থাকা রক্ত গুলি পানি দিয়ে পরিষ্কার করে মৃত দেহটিকে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করি !
পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সততার নিশ্চিত করে বলেন মৃত দেহটিকে সুরাহাতাল করে স্থানীয় চেয়ারম্যান এবং মৃত শৈলেনের বাবার কাছে হস্তান্তর করেছি!