1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হলো আদিতমারী গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায় জিয়ার হ্যাঁ-না ভোট: জয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা ফুলছড়িতে গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর প্রদান অনুষ্ঠিত উপহারের ঘরে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা গোবিন্দগঞ্জে ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচন,টাকা উদ্ধার পলাশবাড়ীতে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন অবশেষে শিশু বাইজিদ এর হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ হুইপ গিনি এমপি’র গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম।

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ৪জন গ্রেফতার

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহি নৈশ বাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। আজ বুধবার বেলা ৩ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোনতলা গ্রামের শাহ আলমের ছেলে রতন মিয়া,রংপুর জেলার পীরগঞ্জের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া,টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাইঝবাড়ি গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ,ভুয়াপুর উপজেলার ফলদা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের বাসটি আশুলিয়ার বাইপাইল এসে যাত্রী উঠিয়ে নেয়। ওই যাত্রীদের মধ্যেই ৮জন ডাকাত দলের সদস্য ছিল। তারা ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকায় এসে চালককে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতি শুরু করে। এদের মধ্যে কয়েকজন বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ৭জন যাত্রী আহত হন। রক্তাক্ত যাত্রীদের চিৎকারে অন্যরা আতঙ্কিত হলে বাসের সকল যাত্রীদের কাছে থাকা মোবাইল, স্বর্ণালঙ্কার, টাকা লুট করে নিয়ে রক্তিপাড়া পেট্রোল পাম্পের পরে বেগুন বাগানের কাছে বাস থামিয়ে ডাকাতদল পালিয়ে যায়।এরপর জেলা পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। এক পর্যায়ে তথ্য যোগাযোগের মাধ্যমে আসামী রতনকে টাঙ্গাইলের গোপালপুর থেকে আটক করা হয়। এরপর আশুলিয়া থেকে অপর তিনজনকে আটক করা হয়।আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি বাকীদের আটক করার জন্য অভিযান চলমান রয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD