মাদারীপুরে ট্রাক মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মোঃ কামরুজ্জামান মুন্সী নামের এক ফার্মাসিস্ট নিহত হয়েছেন।এসময় আহত হয় মোটরসাইকেল আরোহী আরো একজন।
বৃহস্পতিবার ভোর ৬-৩০ মিনিটে সময় এ শিবচর উপজেলা বাঁশ কান্দি ইউনিয়নের,মিজাকান্দি সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ারসার্ভিস,হসপিটাল ও নিহতের আত্মীয় স্বজনদের সুত্রে জানা যায়,ভোরে ৬-৩০ মিনিটে মোঃ কামরুজ্জামান পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ ফকির আদিত্যপুর,কুনিয়া,মাদারীপুর থেকে তার আপন ভায়েরা মোঃ জাহিদকে নিয়ে তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে শিবচর উপজেলার,পাচ্চর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। এসময় তার মোটরসাইকেলটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মিজারচর নামক স্থানে আসলে দশ চাকার একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামানের মৃত্যু হয়।
দুর্ঘটনার ট্রাকটির নাম্বারঃ ঢাকা মেট্রো- ট ১৮-৩১৩২ ,ও দুর্ঘটনার মোটরসাইকেলর নাম্বার মাদারীপুর হ ১২-০৬৯২।
এ সময় মোটরসাইকেল আরোহী মোঃ জাহিদ হাসান গুরুতর আহত হয়। আহত মোঃ জাহিদ ও মোঃ কামরুজ্জামানকে স্থানীয়রা ,ফায়ার সার্ভিস সদস্য ও শিবচর থানার পুলিশ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তবরত ডাক্তার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানান ।
মোঃ জাহিদ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।মিঠাপুরের,কালিবাজার নামক স্থানে মোহাম্মদ আলী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবা নেন।
নিহতের মামা শ্বশুর ইমরান হোসেন বলেন, “আমার ভাগনি জামাই সকালে তাবলীগ জামাতে যাওয়ার জন্য আরেক ভাগনি জামাইকে নিয়ে রওনা হন। মোঃ কামরুজ্জামান পাচ্চর পর্যন্ত গিয়ে বাসে যাবে।আর জাহিদ তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার কথা ছিলো।কিন্তু তাবলীগ জামাতের আর যাওয়া হলো না ।
এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের লিডার,তরুনুর রশিদ খান বলেন,ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার মোটরসাইকেল চালক মোঃ কামরুজ্জামানকে মৃত্যু ঘোষণা করেন।