সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুরের জন্মদান

দিনাজপুরের পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুর জন্মদান করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার(১৯ মার্চ) সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলীর (৩৮) বাড়িতে।

এমন ঘটনাটি দেখতে তার বাড়িতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন ।

এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

এ বিষয়ে রমজান আলী জানান,শ্বশুর বাড়ি থেকে আমাকে একটি দেশী গরু দিয়েছিল আমি সেটিকে লালন পালন করে বিক্রি করে দেই।পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনে এনে আবার লালনপালন করতে থাকি।এর কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়।কৃত্রিম প্রজনন করার পর রবিবার গাভীটি চারটি বাছুর জন্ম দেয়। ৩টি দামুড় ও একটি আড়িয়া বাছুর।

তিনি আরো বলেন,আমার আরো চারটি বিদেশি গরু আছে।এই প্রথম একটি গরু চারটি বাছুর জন্ম দেয় । জন্ম নেয়ার পর থেকে বিভিন্ন এলাকার লোকজন গাভীসহ বাছুর গুলো দেখার জন্য আমার বাড়িতে ভীর জমাচ্ছে।এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পাইছি।

এসময় দর্শনার্থীরা বলেন,শুনলাম একটি গাভীর চারটি বাছুর হয়েছে।এ কাহিনী জীবনে প্রথম দেখলাম,দেখে আনন্দ লাগল। তাই আমারা বাছুরগুলোর ছবি তুললাম।

এ বিষয়ে এলাকাবাসী বলেন,একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা য়ায় না,এটি রমজান আলীর প্রতি আল্লাহর রহমত।

প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুরের জন্মদান

Update Time : ০১:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

দিনাজপুরের পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুর জন্মদান করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার(১৯ মার্চ) সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলীর (৩৮) বাড়িতে।

এমন ঘটনাটি দেখতে তার বাড়িতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন ।

এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

এ বিষয়ে রমজান আলী জানান,শ্বশুর বাড়ি থেকে আমাকে একটি দেশী গরু দিয়েছিল আমি সেটিকে লালন পালন করে বিক্রি করে দেই।পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনে এনে আবার লালনপালন করতে থাকি।এর কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়।কৃত্রিম প্রজনন করার পর রবিবার গাভীটি চারটি বাছুর জন্ম দেয়। ৩টি দামুড় ও একটি আড়িয়া বাছুর।

তিনি আরো বলেন,আমার আরো চারটি বিদেশি গরু আছে।এই প্রথম একটি গরু চারটি বাছুর জন্ম দেয় । জন্ম নেয়ার পর থেকে বিভিন্ন এলাকার লোকজন গাভীসহ বাছুর গুলো দেখার জন্য আমার বাড়িতে ভীর জমাচ্ছে।এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পাইছি।

এসময় দর্শনার্থীরা বলেন,শুনলাম একটি গাভীর চারটি বাছুর হয়েছে।এ কাহিনী জীবনে প্রথম দেখলাম,দেখে আনন্দ লাগল। তাই আমারা বাছুরগুলোর ছবি তুললাম।

এ বিষয়ে এলাকাবাসী বলেন,একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা য়ায় না,এটি রমজান আলীর প্রতি আল্লাহর রহমত।

প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে।