সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)   ছায়া জাতিসংঘ সংস্থার ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন  হয়েছে।
১৯ শে মার্চ ( রবিবার)  সংগঠনটির প্রকাশিত প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নোবিপ্রবির ২০১৮-১৯ সেশনের  ইংরেজি বিভাগের ছাত্র মোঃ নাঈম উদ্দিনকে সভাপতি এবং  একই সেশনের  ট্যুরিজম এবং হস্পিটালিটি বিভাগের ছাত্র সোয়াদ রহমানকে সাধারণ সম্পাদক পদে নিযুক্তির পর বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের কার্যনির্বাহী  কমিটি ঘোষণা করা হয়।
নোবিপ্রবির ছায়া জাতিসংঘের নব ২০২২-২৩
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
যুগ্ম সম্পাদক(অপারেসশন) পদে মোহাইমিনুল ইসলাম লিমন, যুগ্ম সম্পাদক(কমিউনিকেশন) পদে  অপর্ণা রানী নাথ, হেড অব অডিট এবং ইভালুয়েশন পদে নাফিজ রাইয়ুন ও হেড অব অ্যাকাডেমিক্স পদে কৌশিক চাকমা মনোনীত হয়েছেন।
এছাড়াও হেড অব ডেলিগেট অ্যাফেয়ার্স পদে  ইকরা আদিবা,হেড অব অরগানাইজিং পদে সাদিউল আলম, হেড অব সেশনস পদে নুবাইরা হাফিজ ও হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ব্র‍্যান্ডিং পদে মূর্ছনা চক্রবর্তী, হেড অব পাবলিক রিলেশনস পদে  নাবিদ ইশতিয়াক,
হেড অব ক্রিয়েটিভ আর্ট পদে  সামিয়া সারা,
হেড অব সোশাল ওয়ার্ক: সুমাইয়া শামস মনোনীত হয়েছেন।
নবগঠিত  কমিটিতে হেড অব ফিন্যান্স পদে মোহাইমান অনিক এবং ডিরেক্টর পদে মিফতাহুল হাসান সাব্বির ও  আব্দুল্লাহ আল নাবিল সহ ১০ জন ডেপুটিদের নিয়ে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।
নোবিপ্রবি ছায়া জাতিসংঘের নতুন সভাপতি মো: নাঈম উদ্দিন দায়িত্ব গ্রহণের বিষয়ে  বলেন,  “একদিন সবার থেকে বড় হব এবং সবাইকে ছাড়িয়ে যাব” এমন চিন্তাভাবনা আমরা প্রায় সবাই পোষণ করি। আমিও একসময় করতাম।
তবে সেই চিন্তাভাবনার পরিবর্তন এসেছে আমার। বর্তমানে আমার স্বপ্ন সবাইকে ছাড়িয়ে যাওয়া নয় বরং “সবাইকে নিয়ে” সফলতার শিখরে পৌঁছানো। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোয়াদ রহমান বলেন,  ” “With great power comes great responsibility.” দোয়া করবেন সকলে আমাদের জন্য, যেন সবাইকে নিয়ে একসাথে সফল হতে পারি এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উল্লেখ্য,  ১৭ই মার্চ ( শুক্রবার)  অনুষ্ঠিত নোবিপ্রবি ছায়া জাতিসংঘের  ‘বার্ষিক সাধারণ সভা’য় এই কমিটি ঘোষিত হয়। কমিটির নতুন সদস্যদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। ক্লাবটির সাবেক সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন পূর্ববর্তী কমিটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন যাতে বিগত এক বছরে সংঘটিত কার্যাদি বর্ণনা করা হয়।
তারপর নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন যাতে তারা পূর্ববর্তী প্রজন্মের নির্মিত ধারা বজায় রেখে ক্লাবটির উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন 

Update Time : ১০:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)   ছায়া জাতিসংঘ সংস্থার ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন  হয়েছে।
১৯ শে মার্চ ( রবিবার)  সংগঠনটির প্রকাশিত প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নোবিপ্রবির ২০১৮-১৯ সেশনের  ইংরেজি বিভাগের ছাত্র মোঃ নাঈম উদ্দিনকে সভাপতি এবং  একই সেশনের  ট্যুরিজম এবং হস্পিটালিটি বিভাগের ছাত্র সোয়াদ রহমানকে সাধারণ সম্পাদক পদে নিযুক্তির পর বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের কার্যনির্বাহী  কমিটি ঘোষণা করা হয়।
নোবিপ্রবির ছায়া জাতিসংঘের নব ২০২২-২৩
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
যুগ্ম সম্পাদক(অপারেসশন) পদে মোহাইমিনুল ইসলাম লিমন, যুগ্ম সম্পাদক(কমিউনিকেশন) পদে  অপর্ণা রানী নাথ, হেড অব অডিট এবং ইভালুয়েশন পদে নাফিজ রাইয়ুন ও হেড অব অ্যাকাডেমিক্স পদে কৌশিক চাকমা মনোনীত হয়েছেন।
এছাড়াও হেড অব ডেলিগেট অ্যাফেয়ার্স পদে  ইকরা আদিবা,হেড অব অরগানাইজিং পদে সাদিউল আলম, হেড অব সেশনস পদে নুবাইরা হাফিজ ও হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ব্র‍্যান্ডিং পদে মূর্ছনা চক্রবর্তী, হেড অব পাবলিক রিলেশনস পদে  নাবিদ ইশতিয়াক,
হেড অব ক্রিয়েটিভ আর্ট পদে  সামিয়া সারা,
হেড অব সোশাল ওয়ার্ক: সুমাইয়া শামস মনোনীত হয়েছেন।
নবগঠিত  কমিটিতে হেড অব ফিন্যান্স পদে মোহাইমান অনিক এবং ডিরেক্টর পদে মিফতাহুল হাসান সাব্বির ও  আব্দুল্লাহ আল নাবিল সহ ১০ জন ডেপুটিদের নিয়ে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।
নোবিপ্রবি ছায়া জাতিসংঘের নতুন সভাপতি মো: নাঈম উদ্দিন দায়িত্ব গ্রহণের বিষয়ে  বলেন,  “একদিন সবার থেকে বড় হব এবং সবাইকে ছাড়িয়ে যাব” এমন চিন্তাভাবনা আমরা প্রায় সবাই পোষণ করি। আমিও একসময় করতাম।
তবে সেই চিন্তাভাবনার পরিবর্তন এসেছে আমার। বর্তমানে আমার স্বপ্ন সবাইকে ছাড়িয়ে যাওয়া নয় বরং “সবাইকে নিয়ে” সফলতার শিখরে পৌঁছানো। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোয়াদ রহমান বলেন,  ” “With great power comes great responsibility.” দোয়া করবেন সকলে আমাদের জন্য, যেন সবাইকে নিয়ে একসাথে সফল হতে পারি এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উল্লেখ্য,  ১৭ই মার্চ ( শুক্রবার)  অনুষ্ঠিত নোবিপ্রবি ছায়া জাতিসংঘের  ‘বার্ষিক সাধারণ সভা’য় এই কমিটি ঘোষিত হয়। কমিটির নতুন সদস্যদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। ক্লাবটির সাবেক সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন পূর্ববর্তী কমিটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন যাতে বিগত এক বছরে সংঘটিত কার্যাদি বর্ণনা করা হয়।
তারপর নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন যাতে তারা পূর্ববর্তী প্রজন্মের নির্মিত ধারা বজায় রেখে ক্লাবটির উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেন।