নওগাঁ ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মাদ্রাসা এলাকায় পথরোধ করে মটরসাইকেল চালককে বেদম মারপিট করে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৫ই মার্চ রবিবার রাতে জামালপুর গ্রামের নুরানি মাদ্রাসার ৪০০মিটার উত্তর দিকে পাকা রাস্তার উপর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে,উপজেলার মড়রো গ্রামের মো:আজাহার আলীর ছেলে মো:আবু সাঈদ(২০) তার খালার বাড়ি বাদমহিষগাড়ি তার খালাতো ভাই মো:নওশাদ হোসেন এর কাছ থেকে প্রয়োজনীয় কাজে তার পালসার ১৫০ সিসির মটরসাইকেল নিয়ে তার বাড়ি মড়রো গ্রামে ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মাদ্রাসার ৪০০মিটার উত্তর দিকে ছিনতাইকারি মটরসাইকেলের পথরোধ করে,
ছিনতাইকারীরা মটরসাইকেলের চালক আবু সাঈদ কে ধারালো ছুরি এবং সামুরাই দিয়ে মেরে ফেলার হুমকি দেয় ও লোহার রড দিয়ে বেদম মারপিট করে মটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার সকালে মটরসাইকেলের মালিক মো:নওশাদ হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেন।