গাইবান্ধার সদর উপজেলায় ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) দুপুরে গাইবান্ধা পৌর শহরের সরকারপাড়া ও গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোয়াগাছায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-গাইবান্ধা শহরের সরকারপাড়ার বাসিন্দা মৃত বশির উদ্দিনের ছেলে মোস্তফা রহমান (৫০),গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের মৃত নজির হোসেনের ছেলে মাইদুল ইসলাম (৪৫) ও হরিনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে বিতুল মিয়া (৩৫)।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান
বলেন, বুধবার (২২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের সরকারপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তফার ঘরের ভেতর থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।অন্যদিকে,গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোয়াগাছা নতুন হাটস্থ মাইদুল ইসলামের টি-স্টল থেকে ১ কেজি গাঁজা জব্দ করা সহ একই সঙ্গে মাইদুল ও বিতুল মিয়াকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।