গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উদাখালি ইউনিয়ন পরিষদ হলরুমে এ রহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
SSBC এর আয়োজনে এবং UNICEF ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহোযোগিতায় ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা আমিন এর সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার রেখা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
এ সময় বক্তারা বলেন,বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি নির্যাতন একটি রোগে পরিণত হয়েছে এই রোগ থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে এরকম অভিহিতকরন আলোচনা অনুষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নিয়মিত এই সভা গুলোর আয়োজন করা হলে অবশ্যই প্রতিনিয়ত কিছু কিছু করে বৃহত্তর এ সমাজের মানুষগুলো কে এই অভিশাপ থেকে মুক্ত করে ফিরিয়ে আনা যাবে ও সচেতন করা যাবে।
এ সময় বক্তারা আরো বলেন বাল্যবিবাহ যেমন একজন অল্প বয়স্ক মেয়ে ছেলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত তেমনি একটি করে পরিবারের প্রধানদেরকে এই বিষয়গুলোকে আরো গুরুত্বসহকারে বুঝিয়ে বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন থেকে ফিরিয়ে আনা সম্ভব।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান করা হয়।