দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা পুলিশ ক্যাফেতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক।
দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আবু কায়সার শিপলু এবং শাহাজাহান সিরাজ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহ-সভাপতি দীপক কুমার পাল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি লাল চান বিশ্বাস সুমন, বাঙ্গালীর কন্ঠের মাহাবুব আলম, চ্যানেল টিওয়ানের গাইবান্ধা প্রতিনিধি ওবাইদুল ইসলাম মুন্না, সাংবাদিক শাহিন নুরী, জেএস সেলিম, আমজাদ হোসেন, সুমন মিয়া প্রমুখ। এছাড়া জনকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কবিতা পাঠ করেন কবি সোহেল রানা।