1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় হেরোইন সহ একজন আটক মেধাবী স্কুল ছাত্র জিসানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরে ট্রাক মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে আহতসহ নিহত এক আটঘরিয়ায়  বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা  ও ঔষধ প্রদান  আবাসিক হল থেকে নোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  পলাশবাড়ীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তরের লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রেস বিফ্রিং অনুষ্ঠিত- স্ত্রী কর্তৃক প্রতিবন্ধী স্বামীকে হত্যার চেষ্টা বিচার দাবিতে মানববন্ধন ফুলছড়িতে আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং পার্বতীপুরে একটি গাভীর একই সঙ্গে চার বাছুরের জন্মদান নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন 

কোটালীপাড়া পৌর নির্বাচনে সম্ভাব্য ১৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করলেও কোটালীপাড়ায় আরো দুই সপ্তাহ আগে থেকেই নির্বাচনী মাঠ গরম রেখেছে ১৬ জন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী। সবারই প্রত্যাশা দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগের মনোনয়ন তিনিই পাবেন। আর এই প্রত্যাশায় কোটালীপাড়া পৌর এলাকায় এখনই নির্বাচনের মাঠ গরম রেখেছেন প্রার্থী ও তার সমর্থকেরা।

জানাগেছে, ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। ঘোষিত তফসিলের সময়সূচি অনুয়ায়ী আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি (রোববার) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ও ২০ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা। এ উপজেলায় রয়েছে একটি পৌরসভা কোটালীপাড়া পৌরসভা। কোটালীপাড়া প্রায় শতভাগ আওয়ামী লীগের ভোটার। বিগত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগের প্রার্র্থী।

তাই মেয়র পদে ভোটের মাঠের থেকে মনোনয়নের দৌঁড়ে জিততে সব প্রার্থীরা মরিয়া হয়ে ছুটছেন। দলীয় মনোনয়ন বাগাতে সব প্রার্থীরা আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন। একবার ঢাকা, একবার কোটালীপাড়া দৌঁড়াদৌঁড়ি করছেন।

ইতিমধ্যে দলীয় মেনানয়ন পেতে ১৬ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কাছে। এরা সবাই মুল দল আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতা।

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে কাজ করছেন তিন নারী প্রার্থী। এই তিন নারী মেয়র প্রার্থীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক প্রয়াত নারায়ন চন্দ্র দামের স্ত্রী উপজেলা পূঁজা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক লীলা দাম, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাবানা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা।

এছাড়াও বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা এডভোকেট দেলোয়ার হোসেন সরদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মো: আলীউজ্জামান শেখ, ব্যবসায়ী কমল সেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

মেয়র পদে দলীও মনোনয়ন পেতে বিশাল আকৃতির বিলবোর্ড তোরণ ব্যানার ও পোস্টার দিয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাদের দৃষ্টি আকর্ষন করার চেস্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়াও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মেয়র পদে দেখতে চেয়ে তাদের ছবি পোস্ট করে প্রচারণা চালাচ্ছেন। কে হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার মাঝি এ নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে চলছে নানা আলোচনা।

এদিকে সোমবার (২৩ জানুয়ারি) পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান বক্তব্য রাখেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আমরা এই আলোচনা সভার মাধ্যমে সম্ভব্য মেয়র প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতছি। আমরা প্রার্থীদের এই জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে প্রেরণ করবো। তারা এটি কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে যাকে মনোনয়ন দিবে আমরা তার নির্বাচন করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এখন পযর্ন্ত ১৩ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জেলা আওয়ামী লীগের হাত ঘুরে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি শেখ হাসিনার কাছে যাবে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD