সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূঁজা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীয্য ও নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত জেলার বাসা-বাড়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেবী সরস্বতির অরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠিকতা। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ।

এরপর জ্ঞান লাভের আশায় জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তবৃন্দ এবং শিক্ষার্থীরা। ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলী। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলী দিয়ে নিয়েছে হাতে খড়ি।

পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া পূঁজা উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজে মতুয়া রক্তদান সংসদের পক্ষে থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণনের আয়োজন করা হয়।

পূঁজারী পলাশ চক্রবর্তী বলেন, দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি শুভ্রতারও প্রতীক। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রনাম জানায় ভক্তবৃন্দ। বিশ্ব মহামারী করোনাসহ সকল অন্যায় অনাচার দূর করবেন দেবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূঁজা অনুষ্ঠিত

Update Time : ১২:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীয্য ও নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত জেলার বাসা-বাড়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেবী সরস্বতির অরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠিকতা। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ।

এরপর জ্ঞান লাভের আশায় জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তবৃন্দ এবং শিক্ষার্থীরা। ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলী। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলী দিয়ে নিয়েছে হাতে খড়ি।

পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া পূঁজা উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজে মতুয়া রক্তদান সংসদের পক্ষে থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণনের আয়োজন করা হয়।

পূঁজারী পলাশ চক্রবর্তী বলেন, দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি শুভ্রতারও প্রতীক। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রনাম জানায় ভক্তবৃন্দ। বিশ্ব মহামারী করোনাসহ সকল অন্যায় অনাচার দূর করবেন দেবী।