শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণঃ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রশিকা বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায়,প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক প্রশিকা গাইবান্ধা রিপন খানের সঞ্চালনায়
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)জনাব সুশান্ত কুমার মাহাতো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক,আলহাজ্ব ডাঃ মোঃ নজরুল ইসলাম,জনাব,মোঃনূরুল ইসলাম রেনু,উপ- পরিচালক ও কর্মসুচি প্রধান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূর্নবাসন কর্মসুচি প্রশিকা।

দূর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা উন্নয়ন এলাকার সর্বস্তরের কর্মীবৃন্দের সহযোগিতায় বৃহস্পতিবার ১২ জানুয়ারি সকাল ১১ টায় প্রশিকা,গাইবান্ধা উন্নয়ন এলাকার বোর্ড বাজার সংলগ্ন অফিস চত্বরে ৪০০ জন শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন প্রশিকার বিভিন্ন সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অনুষ্টানটিতে মূল্যবান বক্তব্য প্রদান করেন গাইবান্ধা ও রংপুর জেলার বিভাগীয় ব্যবস্থাপক ও অত্র অনুষ্ঠানের সভাপতি জনাব আনন্দ মোহন,গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ রিপন খান।