“ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা” রংপুরের পীরগঞ্জের চতরায় আইডিয়াল গ্রুপের সহায়তায় ৫০০ জন অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
দুপুরে উপজেলার চতরা ইউনিয়ন পরিষদ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় ।
চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়,আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী মাষ্টার,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক নন্তু,ইকলিমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।