1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন স্কুলের পুনর্মিলনীতে বাঁধ ভাঙ্গা উচ্ছাস জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকারের উদ্যোগে ইফতার মাহফিল। সুন্দরগঞ্জে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি নোবিপ্রবিতে ৩য় বারের মতো ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ্ঠিত গাইবান্ধায় ১২০ টাকায় পুলিশে নিয়োগ পেলেন ৫০ জন তরুণ ও ৯জন তরুণী ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র মঞ্জুরানী সবার সাহায্য নিয়ে বাঁচাতে চায়। সাদুল্লাপুরে দুর্ণীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মা নিহত,ছেলে আহত

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে দুইদিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে লাভলী বেগম (৩৭) নামে এক গৃহবধুর মুত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার ছেলে শিক্ষার্থী মো: রতন (১৫)।

আজ সোমবার (০৯ জারুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন লাভলী বেগম মারা যান।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাভলী বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় আহত তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. রতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, গত শুক্রবার (৬ জানুযারি) রাত সাড়ে ১২ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে ৫/৬ জন দুর্বৃত্ত জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে দুই দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন লাভলী বেগম মারা যান। এ ঘটনায় আহত তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো. রতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয় সুত্রে জানা গেছে, আকরাম শরীফসহ গোষ্ঠির লোকজনের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জের ধরে আকরাম শরীফের ছেলেরা সব সময় সাহেব আলীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ সব বিষয় নিয়ে ৭ জানুযারী একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এর আগে তারা মা ও ছেলেকে কুপিয়ে আহত করে আকরাম শরীফের ছেলে সজল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD