শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Dainik Bangladesh - dainikbd24@gmail.com - facebook.com/Bangladesh24Official

ধামইরহাটে জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

ধামইরহাটে জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃআলি হাসান (৩৫) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ডিসেম্বর)সকালে উপজেলার পৃর্বতাহেরপুর (রামপুরাহাট) গ্রামে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় দুপুরে আহতর পিতাঃ মো.নেজাম উদ্দিন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মো:নেজাম উদ্দিন আলীর পরিবারের সঙ্গে একই গ্রামের বিবাদী মোঃখায়রুল ইসলাম (৪৫) পিতাঃমৃত নুরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকাল ৮টায় মোঃআলী হাসান কে বাড়ির পশ্চিম–উত্তর কর্নারে ৫০০গজ পৃর্বে নিজ জমিতে অবস্থান কালে একা পেয়ে খাইরুল ইসলাম তার গংদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে। এতে আলী হাসানের হাতে, পায়ে, সিনায়, বুকে ও পিঠে জখম করে। এতে আলী হাসান গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করেন।

আহত আলী হাসানের পিতাঃমোঃনেজাম উদ্দিন জানান, বিবাদীরা আমার ছেলে আলী হাসান কে একা পেয়ে এলোপাথাড়ী ভাবে মারধর করে। এতে তার শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে খাইরুল ইসলাম গংরা। বিবাদীরা জোর করে আমাদের জমি জায়গা দখল করতে চেষ্টা চালায়। তাদের অত্যাচারে আমাদের পরিবার পরিজন অতিষ্ট।

এ ঘটনায় আহতের পিতা মো:নেজাম উদ্দিন বাদী হয়ে শনিবার বিকেলে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।