গোপালগঞ্জে পত্রিকাবাহী মিনি ট্রাকের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে হেলাপার ফারুক হোসেন (৫৬) নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুরে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফারুক হোসেন যশোর জেলার সদর উপজেলার বেজপাড়া উত্তরাংশ গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পত্রিকাবাহী মিনি ট্রাকের হেলপাড় ছিলেন।
ওসি জাবেদ মাসুদ জানান, ঢাকা থেকে বিভিন্ন পত্রিকা নিয়ে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে পত্রিকাবাহী মিনিবাসটি। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় মিনিবাসটি পৌঁছালে কুয়াশার কারণে সামনের গ্লাস মুছতে গেলে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক সাজোড়ে ধাক্কা মারে।
এতে মিনিবাসের হেলাপার ফারুক হোসেন ছিটকে মহাসড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাঁকে মৃত ঘোষণা করে।
ওসি আরো জানান, ঘাতক ট্রাক ও ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ছাড়াই নিজ বাড়ি যশোরে পাঠানো হয়েছে।