সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় দূর্র্ধষ ডাকাতি, আহত-০১

গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী বদরুল আহসান টিটোর বাসায় দূর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে ডাকাতদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী আহত হয়েছে। ডাকাতিকালে সশস্ত্র ডাকাতরা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বৈশাখী রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ী বদরুল আহসান টিটো জানান, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত জানালা দিয়ে বিল্ডিং-এর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এসময় বাথরুমে তাকে দেখামাত্র ছুরিকাঘাত করে ডান হাতে আহত করে। এরপর তাকে চাদর দিয়ে পেঁচিয়ে বেঁধে একটি রুমে আটকে রেখে আলমারি ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও দু’টি মোবাইল সেট নিয়ে যায়।

তিনি আরো জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। বর্তমানে তার কোটালীপাড়া ও মুকসুদপুরে সড়কের কাজ চলমান থাকায় তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন।

পরে ডাকাতির খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোহাইমিন ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি না হলেও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলেও এখন পযর্ন্ত পুলিশ এসব ঘটনার কোন কূল-কিনার করতে পারেনি। এ নিয়ে সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় দূর্র্ধষ ডাকাতি, আহত-০১

Update Time : ১০:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী বদরুল আহসান টিটোর বাসায় দূর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে ডাকাতদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী আহত হয়েছে। ডাকাতিকালে সশস্ত্র ডাকাতরা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বৈশাখী রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ী বদরুল আহসান টিটো জানান, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত জানালা দিয়ে বিল্ডিং-এর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এসময় বাথরুমে তাকে দেখামাত্র ছুরিকাঘাত করে ডান হাতে আহত করে। এরপর তাকে চাদর দিয়ে পেঁচিয়ে বেঁধে একটি রুমে আটকে রেখে আলমারি ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও দু’টি মোবাইল সেট নিয়ে যায়।

তিনি আরো জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। বর্তমানে তার কোটালীপাড়া ও মুকসুদপুরে সড়কের কাজ চলমান থাকায় তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন।

পরে ডাকাতির খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোহাইমিন ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি না হলেও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলেও এখন পযর্ন্ত পুলিশ এসব ঘটনার কোন কূল-কিনার করতে পারেনি। এ নিয়ে সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।