গোপালগঞ্জে জেলা পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ এ সভার আয়োজন করে।
আজ রোববার (০৪ ডিসেম্বর) গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোহাইমিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সাখাওয়াত হোসেন, এএসপি সদর সার্কেল মো: খায়রুল আলম প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন এএসপি (ক্রইম এ্যান্ড অপস) মিজানুর রহমান।
পরে ভাল কাজে অবদানের জন্য ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার, ৪ জন পরিদর্শক, ১৯ জন এসআই, ১৫ জন এএসআই, ২৭ জন কনস্টেবল ও ৮ জন সিভিল স্টাফের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এছাড়া পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার জেলা পুলিশের ২৫ আউটসোর্সিং কর্মীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
পুলিশ কল্যাণ সভায় জেলা পুলিশের শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এরআগে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের প্যারেড অনুষ্ঠিত হয়।