গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ রবিবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সাংবাদিক মোজ্জাম্মেল হোসেন মুন্না, এসএম নজরুল ইসলাম, বাদল সাহা, সুব্রত সাহা বাপীসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক একরামুল কবীর মুক্ত, সলিল বিশ্বাস মিঠু, সৈয়দ আকবর হোসেন, মুন্সী মোহাম্মদ হুসাইনসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার বিগত সাড়ে ৩ বছরের কর্মময় পরিধি তুলে ধরেন বক্তরা। কর্মকাল সময়ে সার্বিক সহযোগীতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কৃজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।