গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানার পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
শনিবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলা ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ছিরু মিয়া, সাংবাদিক কাজী ওহিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও তার কার্যক্রমের স্মৃতিচারণ করা হয়।