1. info@dainikbd24.com : দৈনিক বাংলাদেশ : দৈনিক বাংলাদেশ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হলো আদিতমারী গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায় জিয়ার হ্যাঁ-না ভোট: জয় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা ফুলছড়িতে গনবিবাহ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন ও দেনমোহর প্রদান অনুষ্ঠিত উপহারের ঘরে থাকা মজিরনের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা গোবিন্দগঞ্জে ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচন,টাকা উদ্ধার পলাশবাড়ীতে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন অবশেষে শিশু বাইজিদ এর হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ হুইপ গিনি এমপি’র গেটম্যান ছাড়াই ট্রেন দুর্ঘটনা রুখবে অ্যাডভান্স রেলগেট সিস্টেম।

পৃথিবীর বিভিন্ন দেশে যেমন গণতন্ত্র রয়েছে বাংলাদেশেও সেই একই রকম গণতন্ত্র রয়েছে- আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন,বিশ্বের অন্যান্য দেশে যেমন গণতন্ত্র আছে, বাংলাদেশেও তেমন গণতন্ত্র আছে।বিশ্বের অন্যান্য দেশে যেমন নির্বাচন হয়,বাংলাদেশেও সেই রকম নির্বাচন হবে।কোন অনির্বাচিত ব্যক্তির হাতে জনগণের ক্ষমতা দেয়া হবে না। ১০ ডিসেম্বর বিএনপি না কি উল্টে পাল্টে ফেলবে,২৫ লাখ লোক আসবে,বিন্তু ২৫’শ লোকও আসেবা না।নির্বাচনের পর নাকি আওয়ামী লীগ পালাবে,কিন্তু আওয়ামী লীগ পালানোর দল নয়, কোন দিন পালায়নি।বিএনপি কোন রাজনৈতিক দল নয়।বিএনপি হলো বাংলাদেশ না পাকিস্তান।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানকে উদ্যোশ্যে করে শেখ সেলিম এমপি বলেন, জিয়া আর মোস্তাক ছিলো পাকিস্তানের এজেন্ট। ৭১-এ পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি। জিয়া-‌মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা আমাদের স্বাধীনতা, মুক্তি‌যুদ্ধ ও গণতন্ত্রকে হত্যা করেছে। জিয়া মরে গিয়ে বেঁচে গেছেন। সে বেঁচে থাকলে তারও বিচার হতো। তাকেও ফাঁসির দঁড়িতে ঝুলতে হতো। মৃত ব্যাক্তির বিচার হয় না তাই তিনি মরে গিয়ে বেঁচে গেছেন।

তিনি আরো বলেন, ওরা এখন গণত‌ন্ত্র ও আইনের শাসনের কথা বলে। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৮ সদস্যাকে যারা হত্যা করেছিলো তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ওরা ষড়যন্ত্র করছে। তদের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ওদের ষড়ন্ত্রে কোন কাজ হবে না।

শেখ সেলিম আরো বলেন, বিএনপি কোন দল নয়। ওরা হলো ক্ষণিকের দল। বিএনপি হলো ষড়যন্ত্র ও খুনের দল। ওরা পাকিস্তানের দালাল।আর আওয়ামী লীগের শ‌ক্তি হলো এদেশের মানুষ আর বঙ্গবন্ধুর আদর্শ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। অামরা যদি সবাই মিলে কাজ করি ২০৩০ এর মধ্যে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা ষড়যন্ত্র শুরু করেছে।আমাদের সতর্ক থাকতে হ‌বে।

তি‌নি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করতে পেরেছি। এখন বিএনপি জামাত অপপ্রচারে নেমেছে। তারা বলছে বাংলাদেশ নাকি শ্রীলংকা হয়ে যাবে। ব্যাংকে নাকি টাকা থাকবে না। এই গুজব সৃ‌ষ্টিকারী অপপ্রচারের প্রতিবাদ করতে হবে। নির্বাচন আসলে বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে। তাই ভোট কেন্দ্র পর্যায়ে আমাদের সংগ‌ঠিত থাকতে হবে। যাতে ওরা ভোট নিয়ে কোন ষড়যন্ত্র করতে না পারে।

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিদ্যুত ও সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। সড়ক যোগায়োগের কোন উন্নয়ন হয়নি। আগামী ১ বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশেকে উন্নয়ন রাষ্ট্রে পরিনত করবে।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেনের সভাপ‌তিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম‌পি, এস এম কামাল হোসেন, সংরক্ষিত নারী আসনের এম‌পি নার্গিস রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপ‌তি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন। সঞ্চলণায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বীরমুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেনকে সভাপতি ও কাজী জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এর আগে সকাল থেকে কাশিয়ানী উপজেলা প‌রিষদ মাঠের সম্মেলন স্থলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। সম্মেলন শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জায়গা না থাকায় নেতাক‌র্মীরা সড়ক ও আশপাশে অবস্থান নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর...

© All Rights Reserved© 2022 DainikBD24

Theme Customized BY Sky Host BD